ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

৯ মাসের সন্তানকে বিষ খাইয়ে নিজেও খেলেন মা

উপজেলা করেসপন্ডেন্ট, ফটিকছড়ি  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, সেপ্টেম্বর ২১, ২০২৫
৯ মাসের সন্তানকে বিষ খাইয়ে নিজেও খেলেন মা প্রতীকী ছবি।

চট্টগ্রাম: ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নে মায়ের খাওয়ানো বিষে ৯ মাস বয়সী শিশু আব্দুল্লাহ’র মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে একইদিন দুপুরে পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কবির আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।  

নিহত শিশুর মা আমেনা বেগম (৩৫) নিজেও বিষপান করেন।

বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন। আমেনা বেগম উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মুহাম্মদ ফিরোজের স্ত্রী।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দুপুর ৩টার দিকে আমেনা বেগম তার সন্তানকে নিয়ে হাসপাতালে আসেন। মা-ছেলে দুজনই বিষপানে অসুস্থ ছিলেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ জানান, ধারণা করা হচ্ছে আমেনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি নিজে বিষপান করার পাশাপাশি সন্তানকেও খাইয়ে দেন। এতে রাতে শিশুর মৃত্যু হয়, তবে মা এখনও চিকিৎসাধীন।  

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।