ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সিএমপি কারাতে ক্লাবে বেল্ট প্রদান অনুষ্ঠান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, সেপ্টেম্বর ২০, ২০২৫
সিএমপি কারাতে ক্লাবে বেল্ট প্রদান অনুষ্ঠান ...

চট্টগ্রাম: ‘পিতা-মাতা অনেক কষ্ট করে তোমাদের সফলতার জন্য। তাই অভিভাবকদের কথা শুনতে হবে, মানতে হবে।

তবেই দেশ ও জাতির জন্য তুমি সফলতা বয়ে আনতে পারবে। লেখাপড়ার পাশাপাশি কারাতে চর্চায় চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন সবসময় তোমাদের সাথে আছে’।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী কারাতে ইভেন্টভিত্তিক ক্রীড়া ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন অনুমোদিত কারাতে সংগঠন সিএমপি কারাতে ক্লাবের ছাত্র-ছাত্রীদের বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাসোসিয়েশনের সভাপতি, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান এসব কথা বলেন।  

শনিবার (২০ সেপ্টেম্বর) দামপাড়া পুলিশ লাইন ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে বেল্ট প্রদান অনুষ্ঠানে বিশেষ  অতিথি ছিলেন ওয়ার্ল্ড ও এশিয়ান কারাতে ফেডারেশনের বিচারক মোছাম্মৎ লতা পারভীন।  

কৃতি ছাত্র-ছাত্রীদের বেল্ট পরিয়ে দেন সিএমপি কারাতে ক্লাবের চিফ কোচ শিহান কাউসার আহমেদ। অনুষ্ঠানে ৭৩ জন সফল কারাতে ছাত্র-ছাত্রীকে নতুন গ্রেডের বেল্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে কৃতি ছাত্র-ছাত্রীদের কারাতে প্রদর্শনী উপস্থিত শতাধিক অভিভাবক ও দর্শকরা উপভোগ করেন।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।