ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

২৮ বছর আগের হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, জুলাই ১৫, ২০২৫
২৮ বছর আগের হত্যা মামলায় একজনের যাবজ্জীবন  রায়

চট্টগ্রাম: ২৮ বছর আগে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকায় একটি দরবারের ভক্ত ইব্রাহিম হোসেন রিপন হত্যার মামলায় একজনকে যাবজ্জীবন, একজনকে পাঁচ বছর কারাদণ্ড ও চারজনকে খালাস দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হারুন-অর-রশিদের আদালত এই আদেশ দেন।

দণ্ডিতরা হলেন- যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন শেখ মোহাম্মদ তৈয়বুল্লাহ ও পাঁচ বছরের দণ্ডিত হলেন মোহাম্মদ ইকবাল।

মামলার নথি থেকে জানা যায়, হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ গ্রামে আস্তানায়ে পাক দরবারে মুসাবিয়ার ওরশ ছিল ১৯৯৭ সালের ২ মার্চ।

দরবারটি দখলের উদ্দেশ্যে ওরশের আগের দিন শেখ মোহাম্মদ তৈয়বুল্লাহার নেতৃত্বে সশস্ত্র হামলা চালানো হয়। এসময় সেখানে উপস্থিত ওই দরবারের ভক্ত ঢাকা জেলার ডেমরার বাসিন্দা ইব্রাহিম হোসেন রিপন মাথায় গুলিবিদ্ধ হন। এছাড়া মো.সবুজ নামে এক মুরিদ গুলিবিদ্ধ ও আহত হয়েছিলেন আরও কয়েকজন। এ ঘটনায় দরবারে মূসাবীয়ার এন্তেজামিয়া কমিটির সেক্রেটারি মো. শাহেনশাহ্ ভূঁইয়া বাদী হয়ে মামলা করেন। এ মামলায় ২০০২ সালের ৩ অক্টোবর ১২ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মইনুল হোসাইন সোহেল বাংলানিউজকে বলেন, ১৫ জনের সাক্ষ্যপ্রমাণে হত্যার অভিযোগ প্রমাণিক হওয়ায় আসামি শেখ মোহাম্মদ তৈয়বুল্লাহকে সত্তরোর্ধ বয়স হওয়ায় সেই বিবেচনায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অপর আসামি মো.ইকবালকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি শেখ মোহাম্মদ তৈয়বুল্লাহ উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি ইকবাল পলাতক। এছাড়াও চারজন আসামিকে খালাস দিয়েছেন। মামলায় মোট ১২ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছিল। দীর্ঘ ২৮ বছর ধরে মামলার কার্যক্রম চলেছে। ছয়জন আসামি মারা গেছেন। বাকি ছয়জনের মধ্যে দুজনের কারাদণ্ড হয়েছে।

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।