চট্টগ্রাম: নগরের কর্ণফুলী ইপিজেডে জ্যান্ট অ্যাক্সেসরিজ নামে একটি ফোম কারখানায় লাগা আগুন প্রায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে চার তলা কারখানার ভবনের দুই তলা ও কারখানাসংলগ্ন তিনটি টিনশেড পুড়ে গেছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫১ মিনিটের দিকে এ আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা পর বিকেল পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস স্টেশনের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক জানান, দুপুরে কর্ণফুলী ইপিজেডের জ্যান্ট অ্যাক্সেসরিজে আগুন লাগার খবর পেয়ে ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ কর্ণফুলী ও আগ্রাবাদ স্টেশনের মোট আটটি ইউনিট এবং নৌবাহিনীর একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকাল পৌনে পাঁচটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, আগুনে চার তলা কারখানা ভবনের দুই তলা ও কারখানাসংলগ্ন তিনটি টিনশেড পুড়ে গেছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি তদন্তের পর জানা যাবে।
পিডি/টিসি