ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে মারধর 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৬, জুলাই ১১, ২০২৫
চবিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে মারধর  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে মারধর করা হয়েছে। ঘটনার শিকার ওয়াহিদুল আলম শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও সিএফসি গ্রুপের নেতা।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির সামনের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। ওই ছাত্রলীগ নেতা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

জানা গেছে, রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তাকে আটকে মারধর করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়সহ সিএফসি গ্রুপের হয়ে মারামারিতে নেতৃত্ব দিতেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উসকানিমূলক পোস্ট দিয়েছেন।  

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা হয়ে এত অপকর্ম করার পরও কীভাবে ক্যাম্পাসে আসার সাহস পায়? 

চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, আগে ক্যাম্পাসে ছাত্রলীগ করত এ রকম এক ছেলেকে মারধর করা হয়েছে বলে শুনেছি। কে বা কারা মারধর করেছে এ বিষয়ে জানি না।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বলেন, মারধরের শিকার এক শিক্ষার্থীকে চবি মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে রেফার করেন চিকিৎসক। তবে সে যেতে রাজি হয়নি। তার দুই বন্ধুর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।