ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে ২৭০০  ইউক্যালিপটাস-আকাশমণির চারা ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, জুলাই ১০, ২০২৫
বোয়ালখালীতে ২৭০০  ইউক্যালিপটাস-আকাশমণির চারা ধ্বংস ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে নার্সারির ২ হাজার ৭০০টি ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা ধ্বংস করা হয়েছে।  

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার জোট পুকুর পাড় এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রহমত উল্লাহ।

 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা ও উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ।  

ভবিষ্যতে এসব গাছের চারা উৎপাদন ও বিক্রি না করার শর্তে নার্সারি মালিকদের ক্ষতিপূরণ প্রদান করা হয়নি বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ।

এ কৃষিবিদ বলেন, চলতি অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে দুইটি নার্সারিতে উৎপাদিত পরিবেশের জন্য ক্ষতিকর ২ হাজার ৭০০টি আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হয়েছে।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।