ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নালায় পড়ে শিশুর মৃত্যু তদন্তে চসিকের কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১২, জুলাই ৯, ২০২৫
নালায় পড়ে শিশুর মৃত্যু তদন্তে চসিকের কমিটি ...

চট্টগ্রাম: নগরের হালিশহরের আনন্দিপুরে নালায় পড়ে শিশু হুমায়রার মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।  

বুধবার (৯ জুলাই) চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এক অফিস আদেশে এ কমিটি গঠন করেন।

 

কমিটিতে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীকে আহ্বায়ক, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলামকে সদস্য এবং নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহানকে সদস্যসচিব করা হয়েছে।  

কমিটিকে এক কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে অনুরোধ জানানো হয়েছে।

  

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী মারুফ প্রমুখ। মেয়র ডা.  শাহাদাত হোসেনের নির্দেশে চসিকের পক্ষ থেকে নিহতের দাফন-কাফনের খরচ বাবদ ৩০ হাজার টাকা সহায়তা দেন তারা।

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।