ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

স্বকাল শিশুসাহিত্য পুরস্কার ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৩, জুলাই ৬, ২০২৫
স্বকাল শিশুসাহিত্য পুরস্কার ঘোষণা ...

চট্টগ্রাম: স্বকাল শিশুসাহিত্য সংসদ, চট্টগ্রাম প্রবর্তিত 'স্বকাল শিশুসাহিত্য পুরস্কার ২০২৪' বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।  

পদ্য শাখায় 'কিচিরমিচির ছড়ার পাখি' ছড়াগ্রন্থের জন্য কবি ও শিশুসাহিত্যিক আহসান মালেক এবং গদ্য শাখায় 'বন পাহাড়ের দত্যি' গল্পগ্রন্থের জন্য কবি ও কথাসাহিত্যিক দীপক বড়ুয়া এ পুরস্কার পাচ্ছেন।

কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সম্মানিত বিচারকদের প্রদত্ত নম্বরের ভিত্তিতে পুরস্কার ঘোষণা করা হয়।  

সভায় উপস্থিত ছিলেন স্বকালের পরিচালক শিশুসাহিত্যিক অরুণ শীল, শিশুসাহিত্যিক জিন্নাহ চৌধুরী, গল্পকার বিপুল বড়ুয়া, স্বকাল পরিচালনা পর্ষদ সদস্য কবি আজিজ রাহমান, আবুল কালাম বেলাল, অমিত বড়ুয়া ও গল্পকার ইফতেখার মারুফ।

 

আগামী মাসে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার দেওয়া হবে। পুরস্কার হিসেবে থাকছে সম্মানী, স্মারক ও সনদ।

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।