চট্টগ্রাম: নগরের সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে পশ্চিম মাদারবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন (৪৭) ও পাঠানটুলি ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফাত আহমেদ রাব্বি (৩৩)।
সদরঘাট থানার ওসি মো. আবদুর রহিম জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
পিডি/টিসি