চট্টগ্রাম: বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাবেক সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপু আর নেই।
শনিবার (২ আগস্ট) ভোর সাড়ে ৬টায় ঢাকায় একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজেউন)।
জানা গেছে, শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন। মরদেহ চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন তাঁর ছেলে নাফিস সাদেকীন।
তিনি জানান, ১ম নামাজে জানাজা বাদ এশা চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে এবং রোববার সকাল ১১টায় নিজ গ্রাম মীরসরাইয়ের মিঠাছড়ার কাদির বক্স ভূঁইয়া বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে দাফন করা হবে।
একাত্তরে ১ নম্বর সেক্টরের অধীনে চট্টগ্রাম শহরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়ার অপারেশনের সফল গেরিলা যোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু।
এসি/টিসি