চট্টগ্রাম: পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় টিনের চাল থেকে পড়ে আহত শিক্ষার্থী সাদমান হোসেন চৌধুরী সাকিবের (২৩) মৃত্যু হয়েছে।
শনিবার (২ আগস্ট) ভোরে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাদমান রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাড়ি মিয়া চৌধুরী বাড়ির ইলিয়াছ চৌধুরী রিটুর ছেলে।
সাদমানের চাচা তৌহিদুর রহমান চৌধুরী জানান, সাদমান পরিবারের সাথে শহরে থাকতো। সরাইপাড়া এলাকায় তার নানা মোহাম্মদ আলীর কারখানায় ম্যানেজারের দায়িত্ব পালন করছিল। ৩১ জুলাই বিকেলে কারখানার তিনতলা ভবনের ওপরে টিন ফুটো হয়ে বৃষ্টি পড়ার কারণে সাদমান কয়েকজন কর্মচারীকে নিয়ে ওপরে উঠেছিল। এসময় চাল ভেঙে নিচে পড়ে যায়। তাকে পার্কভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সোয়া ৪টার দিকে তার মৃত্যু হয়।
এসি/টিসি