ঢাকা, বুধবার, ৯ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে হবে ১০ কিলোমিটার ম্যারাথন 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
চবিতে হবে ১০ কিলোমিটার ম্যারাথন 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: আগামী ২৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে আয়োজিত হতে যাচ্ছে ১০ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। স্কুল অব হ্যাপিনেস ও অডিসি কুইস্ট’র উদ্যোগে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

 

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আয়োজক কমিটি। এই প্রতিযোগিতায় অংশ নিতে ২২ এপ্রিল রাত ৮টা থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হচ্ছে।
 

মানসিক চাপ দূর করে ব্যক্তি জীবনে আনন্দ ফিরিয়ে আনার লক্ষ্যে 'রান বিয়োন্ড স্ট্রেস, রান টুওয়ার্ডস হ্যাপিনেস’ স্লোগানকে ধারণ করে ইভেন্টটি আয়োজিত হবে। ১০ কিলোমিটার এই ম্যারাথন প্রতিযোগিতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শুরু হয়ে নিরাপত্তা দপ্তর, ড. মুহাম্মদ ইউনূস ভবন, শহীদ মিনার, প্রীতিলতা হল, সাউথ ক্যাম্পাস, জিরো পয়েন্ট, সেন্ট্রাল মসজিদ, বিশ্ববিদ্যালয় ২নং গেট এবং পুনরায় কেন্দ্রীয় খেলার মাঠে এসে শেষ হবে।
 
ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ এবং স্কুল অব হ্যাপিনেস এর উপদেষ্টা ও চবি ইনোভেশন হাবের ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. সাইদুর রহমান চৌধুরী।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ম্যারাথন আয়োজক কমিটির রেস ডিরেক্টর ইমাম হাসান সৈকত, ভাইস ডিরেক্টর সাকিব আহমেদ, হেড অব অপারেশন তানভীর আনজুম শোভন, ডকুমেন্টেশন হেড আরসালান চৌধুরী। প্রতিযোগিতাটি নতুন রানার থেকে শুরু করে অভিজ্ঞ অ্যাথলেট সবার জন্য উন্মুক্ত থাকবে।  

প্রসঙ্গত, স্কুল অব হ্যাপিনেস হলো চবির শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক প্ল্যাটফর্ম, যা পিয়ার সাপোর্ট, ক্যারিয়ার কাউন্সেলিং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেন। অন্যদিকে দ্য অডিসি কুইস্ট নিয়মিতভাবে দৌড়, সাঁতার ও সাইক্লিংসহ বিভিন্ন ফিটনেস ইভেন্ট আয়োজন করে থাকে।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।