চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগের শিক্ষক পদে দুই নিয়োগ প্রার্থী গোলাম রাব্বানী ও ড. ইমরুল আসাদের ডোপ টেস্ট পজিটিভ এসেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন চবি’র ভারপ্রাপ্ত চিফ মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব।
ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, গত ৪ আগস্ট গোলাম রাব্বানী ও ড. ইমরুল আসাদের ডোপ টেস্ট করা হয়। তাঁদের ফলাফল পজিটিভ এসেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই চবির নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগের লিখিত, প্রেজেন্টেশন ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সব ধাপ উত্তীর্ণ হওয়ার পর চূড়ান্ত পর্যায়ে তাঁদের ডোপ টেস্ট নেওয়া হলে এই ফলাফল আসে।
চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, চবি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর যেকোনো নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। যাদের ডোপ টেস্ট পজিটিভ আসবে, তাদের কোনোভাবেই নিয়োগের সুযোগ নেই।
এমএ/টিসি