ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

দোকান নিয়ে স্থানীয়দের সঙ্গে মারামারি, চবির ২ শিক্ষার্থী আহত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৬, আগস্ট ৮, ২০২৫
দোকান নিয়ে স্থানীয়দের সঙ্গে মারামারি, চবির ২ শিক্ষার্থী আহত চবির প্রধান ফটকে তালা দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: দোকান দখলকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে মারামারির ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এর প্রতিবাদে চবির প্রধান ফটকে তালা দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়লে বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা দেন তার সহপাঠীরা।

আহতরা হলেন-বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আতিকুল ইসলাম এবং জুবায়ের আহমেদ জিহান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থী স্টেশনের পাশে একটি খাবারের দোকান ভাড়া নিয়েছিলেন। কয়েকদিন আগে স্থানীয়রা তাদের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং না দিলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। শিক্ষার্থীরা অস্বীকৃতি জানালে উত্তেজনা তৈরি হয়। এর জেরে শুক্রবার সকালে স্থানীয়রা অতর্কিত হামলা চালালে এ ঘটনায় সংশ্লিষ্ট দুই শিক্ষার্থী আহত হন।

আহত শিক্ষার্থী আতিকুল ইসলাম বলেন, কয়েকদিন আগে আমাদের কাছে স্টেশনের পাশ্ববর্তী ওই দোকানটির জন্য চাঁদা দাবি করা হয়। আমরা তা দিতে অস্বীকার করি। আজ সকালে তারা সুযোগ পেয়ে আমাদের ওপর হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল বলেন, উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। শিক্ষার্থীরা পরে মেইন গেটে তালা দিয়েছিলো। এখন সবকিছু স্বাভাবিক।  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার খবর আমরা পেয়েছি। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। গেটের তালা খুলে দেওয়া হয়েছে।  

এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।