ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
চট্টগ্রামে যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪ যুবলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড় এলাকায় যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মিছিলে অংশগ্রহণকারী ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে ব্যানার নিয়ে মিছিল বের করেন আট থেকে দশজন।

ঝটিকা মিছিলের একটি ভিডিও বৃহস্পতিববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।  

গ্রেপ্তাররা হলেন, মো. দিদারুল আলম (৩৩), মো. আরিছ উদ্দিন (২৫), মো. শাহেদ (২৬) ও মোহাম্মদ জুয়েল (২৮)।

 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার সকালে নগরের বহদ্দারহাট মোড়ে যুবলীগ মিছিল বের করে। মিছিলে সরাসরি অংশগ্রহণকারী ৪ জনকে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। মিছিলে সরাসরি অংশগ্রহণকারী অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ১১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, মিছিলের ব্যানারে ঐতিহাসিক মুজিবনগর দিবসের কথা উল্লেখ করা হয়েছে। চট্টগ্রাম নগর যুবলীগ নেতা মোহাম্মদ হানিফের নেতৃত্বে এই মিছিল বের করা হয়। মিছিলের সামনে পাঞ্জাবি পরা এক তরুণকে নেতৃত্ব দিতে দেখা যায়। তবে তিনি মোহাম্মদ হানিফ কি না, সেটি নিশ্চিত হওয়া যায়নি। মিছিলে তারা বিভিন্ন স্লোগান দেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।