ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরে কনটেইনার জমলো ৪৩ হাজারের বেশি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
বন্দরে কনটেইনার জমলো ৪৩ হাজারের বেশি ফাইল ছবি

চট্টগ্রাম: ঈদের টানা ছুটিতে বেশিরভাগ কলকারখানা বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানির ‘জাদুর বাক্স’ খ্যাত কনটেইনার জমেছে ৪৩ হাজারের বেশি। এর মধ্যে অবশ্য ৯ হাজার ৫০৯ টিইইউস অকশন (নিলামযোগ্য) ইউনিটের।

 

এর ফলে ৫৩ হাজার ৫১৮ টিইইউ’স (২০ ফুট দীর্ঘ এককে) কনটেইনার ধারণক্ষমতার বন্দরে কিছুটা চাপ তৈরি হলেও বন্দর কর্তৃপক্ষ অভিজ্ঞতা, দক্ষতা, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার, দণ্ডভাড়া আরোপসহ নানা উদ্যোগের কারণে অনেকটা শঙ্কামুক্ত।  

বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে বলেন, ঈদের ছুটি শেষ হয়েছে।

কলকারখানা খুলছে, ব্যবসা-বাণিজ্য ও পণ্যবাহী গাড়ি চলাচল স্বাভাবিক হচ্ছে। আমদানি পণ্যের কনটেইনার ডেলিভারি ক্রমে বাড়ছে। আশাকরি সপ্তাহখানেকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

বন্দর সূত্রে জানা গেছে, রোববার (৬ এপ্রিল) সকাল আটটায় চট্টগ্রাম বন্দরে কনটেইনার ছিল ৪৩ হাজার ৩৫৬ টিইইউ’স। এর আগের ২৪ ঘণ্টায় ডেলিভারি হয়েছে ১ হাজার ৯৩৩ টিইইউস। জাহাজ থেকে বন্দরে নেমেছে ২ হাজার ৯৬৫ বক্সে ৪ হাজার ৫৬০টি, জাহাজে তোলা হয়েছে ২ হাজার ৩৯৩ বক্সে ৩ হাজার ৫৬২টি। অর্থাৎ মোট হ্যান্ডলিং হয়েছে ৮ হাজার ১২২টি।  

এ দিন ডিপো থেকে লোড কনটেইনার বন্দরে এসেছে ৮৫৫ বক্সে ১ হাজার ৬২১ টিইইউ’স, খালি কনটেইনার এসেছে ১ হাজার ২৭১ বক্সে ১ হাজার ৬২১ টিইইউ’স। এ দিন অনচেসিস ডেলিভারি হয়েছে ৪০৭ বক্সে ৫১৪ টিইইউ’স, ইয়ার্ড থেকে ডেলিভারি হয়েছে ৩১৮ বক্সে ৫৪৯ টিইইউ’স।  

শনিবার (৫ এপ্রিল) সকাল আটটায় চট্টগ্রাম বন্দরে কনটেইনার ৪০ হাজারের ঘর পেরিয়ে যায়। মোট কনটেইনার ছিল ৪০ হাজার ৯৪৮টি। এদিন ডেলিভারি হয়েছে ১ হাজার ৩৯৭টি। জাহাজ থেকে নেমেছে ৪ হাজার ৭৮৯টি, জাহাজে তোলা হয়েছে ৪ হাজার ৪০৫টি। মোট হ্যান্ডলিং ৯ হাজার ১৯৪টি।  

গত ১ এপ্রিল বন্দর থেকে কোনো কনটেইনার ডেলিভারি হয়নি। জাহাজ থেকে বন্দরে নেমেছে ৮৭১টি। ২ এপ্রিল ডেলিভারি হয়েছে ৬৯১টি। এদিন জাহাজ থেকে নেমেছে ২ হাজার ৭৬৯টি। জাহাজে তোলা হয়েছে ৫ হাজার ৩৮৮টি। বন্দরের মোট কনটেইনার দাঁড়ায় ৩৪ হাজার ৫৭৯টিতে।  

২ এপ্রিল চট্টগ্রাম বন্দর থেকে ডেলিভারি হয়েছে ৫৪৪টি কনটেইনার। আমদানি পণ্যভর্তি কনটেইনরা বন্দরে নেমেছে ৩ হাজার ২৭৪টি, জাহাজে তোলা হয়েছে ৪ হাজার ৫৭৬টি।  

৩ এপ্রিল বন্দরে কনটেইনার ছিল ৩৫ হাজার ৩৪৮টি। ডেলিভারি হয় ৫৪৪টি। জাহাজে লোড ও আনলোড হয়েছে ৭ হাজার ৮৫০টি।  

৪ এপ্রিল বন্দর থেকে ডেলিভারি হয়েছে ১ হাজার ১০০ কনটেইনার। বন্দরে কনটেইনার নেমেছে ৬ হাজার ১৩৩টি। জাহাজে তোলা হয়েছে ৩ হাজার ৫৬৫টি। মোট হ্যান্ডলিং ৯ হাজার ৬৯৮টি। মোট কনটেইনার দাঁড়ায় ৩৭ হাজার ৭৬৫টিতে।   

গত ৩০ মার্চ সকাল আটটায় চট্টগ্রাম বন্দরে কনটেইনার ছিল ৩১ হাজার ৭০৭ টিইইউ’স। এর মধ্যে খালি কনটেইনার ছিল ৬ হাজার ২৯৮টি। এর আগের ২৪ ঘণ্টায় বন্দর থেকে ডেলিভারি হয়েছিল ১ হাজার ৭৫৭টি।  

ঈদের দিন ৩১ মার্চ চট্টগ্রাম বন্দরে কনটেইনার ছিল ৩৩ হাজার ৫০৫টি। ২৪ ঘণ্টায় কনটেইনার ডেলিভারি হয় ৮০৯টি।  জাহাজ থেকে বন্দরে আমদানি পণ্যের কনটেইনার নামে ২ হাজার ১৭৬টি। এর বিপরীতে জাহাজে তোলা হয় ১ হাজার ১১১টি। মোট হ্যান্ডলিং ৩ হাজার ২৮৭টি।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।