চট্টগ্রাম: রাঙ্গুনিয়া থানার হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো.জসিম উদ্দিনকে দীর্ঘ ২৫ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-৭।
মো.জসিম উদ্দিন (৪৫) রাঙ্গুনিয়ার ডেমীরছাড় এলাকার জেবর মুল্লুকের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, রাঙ্গুনিয়া থানার ২০০০ সালের হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো.জসিম উদ্দিন রাঙ্গুনিয়ার বেতাগী এলাকায় অবস্থান করার খবর পাই।
‘মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত পৌনে একটার দিকে অভিযান চালিয়ে মো.জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
এমআই/টিসি