ঢাকা, শনিবার, ২২ চৈত্র ১৪৩১, ০৫ এপ্রিল ২০২৫, ০৬ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৩১ দফা দেশের মানুষের মুক্তির সনদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
৩১ দফা দেশের মানুষের মুক্তির সনদ

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পাঠানটুলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান বলেছেন, বিগত ১৫ বছরের বেশি সময় ঈদ মানে বিএনপি নেতাকর্মীদের কাছে ছিল বাড়তি আতঙ্ক। অনেক নেতাকর্মী নিজ বাড়িতে থেকে ঈদ উদযাপন করতে পারেননি।

অনেকের ঈদ কেটেছে জেলে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনে এবার ভয়হীন স্বস্তির ঈদ উদযাপন করেছেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা।

শুক্রবার (৪ মার্চ)) নগরের মতিয়ার পুল, দক্ষিণ ধনিয়ালাপাড়া ও চান মিয়া বিল মহল্লার এলাকাবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অনেকে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে ভোট দিতে পারেননি। দেশের মানুষের গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক মুক্তির সনদ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। এ ৩১ দফা বাংলাদেশের মানুষের বেঁচে থাকার দফা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই। এ বিধ্বস্ত বাংলাদেশকে মেরামত করে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষে সবাইকে কাজ করতে হবে। ৩১ দফা দেশের মানুষের মুক্তির সনদ।

এ সময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, ডবলমুরিং থানা সাবেক যুগ্ম সম্পাদক মো. ইকবাল, বিএনপি নেতা রফিক মেম্বার, আব্দুল মান্নান, এএসএম নাছির, সিরাজুল মোস্তফা,বাদশা মিয়া ছিদ্দিকী, রফিকুল আলম,হাজী ইসমাইল, মুনির উদ্দিন বাবুল, আকবর কবির ডিউক, রিয়াদ আব্বাস, আবুল কালাম আবু, আব্দুল নুর , মো. ইলিয়াছ. আজিজুর রহমান ভুলু, হাজী ইলিয়াছ, মোহাম্মদ আলী সরদার, হাজী ইয়াছিন, আবু নাছের, ইছারাত, ইকবাল, আবু তাহের, ইলিয়াছ, আলমগীর, আব্দুল বারেক,সালেহ আহমদ, জাহাঙ্গীর, সিরাজ, যুবদল নেতা ফারুক, মেহেদী হাসান রুবেল, মুরাদ, জনি, জসিম, দেলোয়ার, সুমন, ইসমাইল, হাসমত ও আজিজ।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
পিডি/টিসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।