ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম ভেন্যুর খেলা স্থগিত 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১২, নভেম্বর ২৭, ২০২৪
জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম ভেন্যুর খেলা স্থগিত 

চট্টগ্রাম: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম স্মরণে দেশব্যাপী আয়োজিত জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম ভেন্যুর আগামী ৩০ নভেম্বরের খেলা স্থগিত করা হয়েছে।  

বুধবার (২৭ নভেম্বর) রাতে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মশিউল আলম স্বপন খেলা স্থগিতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

 

তিনি বলেন, অনিবার্য কারণবশত দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্র কমিটির সিদ্ধান্তমতে আগামী ৩০ নভেম্বর জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম ভেন্যুর খেলাটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে খেলার তারিখ জানিয়ে দেওয়া হবে।

 

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।