ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বোট ক্লাবে সিবিসি টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, নভেম্বর ২৪, ২০২৪
চট্টগ্রাম বোট ক্লাবে সিবিসি টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম বোট ক্লাব আয়োজিত ‘সিবিসি টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪’ এর ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

শুক্রবার (২২ নভেম্বর) উত্তেজনাপূর্ণ ম্যাচে পোলার বিয়ার’সকে পরাজিত করে লিবার্টি লায়ন্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এই ম্যাচে সোহান ম্যাচ সেরা নির্বাচিত হন এবং অভিক টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।  

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমডোর মোস্তাফা জিল্লুর রহিম খান খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

চট্টগ্রাম বোট ক্লাবের স্পোর্টস কমিটির আহ্বায়ক ওমর এফ সিদ্দিকী আবির সহ আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকারী খেলোয়াড়রা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪ 
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।