ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম এলপিজি ফিলিং স্টেশন মালিক কল্যাণ সমিতির কমিটি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৩, নভেম্বর ২১, ২০২৪
চট্টগ্রাম এলপিজি ফিলিং স্টেশন মালিক কল্যাণ সমিতির কমিটি  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম এলপিজি ফিলিং স্টেশন মালিক কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে।  

বুধবার (২০ নভেম্বর) নগরের জিইসি এলাকায় একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভা শেষে সবার সম্মতিক্রমে কমিটি গঠন করা হয়।

এতে এয়ার মোহাম্মদকে সভাপতি ও মঈন উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটিতে মো. সেলিম সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ দিদারুল আলম, মো. রাশেদ-উদ্দৌলা খান, মো. সিরাজুল চৌধুরী সহ-সভাপতি,  মো. সাইফুল ইসলাম চৌধুরী ও মো. আলী আব্বাস চৌধুরী যুগ্ম সম্পাদক, মোহাম্মদ আজিজুল হক সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ মঈন উদ্দিন প্রচার সম্পাদক, দেলোয়ার হোসেন চৌধুরী অর্থ সম্পাদক, নাজনীন সুলতানা সহ অর্থ সম্পাদক, বিলাওয়াল চৌধুরী, শাহাদাত হোসেন ও জাহাঙ্গীর আলম তালুকদার কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হন।

 

মতবিনিময় সভায় সংগঠনের সদস্যরা এলপিজি অটোগ্যাস স্টেশন থেকে গ্যাস বিক্রির ওপর কমিশন বৃদ্ধির প্রস্তাব দেন। স্টেশন মালিকরা যাতে হয়রানি এবং স্পীড মানি বা অনাকাঙ্ক্ষিত ব্যয় ছাড়া সহজভাবে সকল ধরনের লাইসেন্স পায় সেজন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করেন।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।