ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৩০ মামলার আসামি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৪, নভেম্বর ২০, ২০২৪
৩০ মামলার আসামি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার ...

চট্টগ্রাম: নগর ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার হত্যা, অস্ত্র, মারামারি সহ ৩০টি মামলার আসামি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের চট্টগ্রাম মহানগর নেতা মো. সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।  

বুধবার (২০ নভেম্বর) বিকেলে নগরের লালদীঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বাংলানিউজকে বলেন, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে লালদীঘি এলাকা থেকে হত্যা-অস্ত্রসহ ৩০টি মামলার আসামি মো. সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালী ও ডবলমুরিং থানায় মামলা রয়েছে।

কোতোয়ালী থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে। পরে ডবলমুরিং থানার মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।