ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নওফেল-হাছান মাহমুদসহ ৬০ জনের নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, নভেম্বর ১১, ২০২৪
নওফেল-হাছান মাহমুদসহ ৬০ জনের নামে মামলা ...

চট্টগ্রাম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরের আমতল সাফিনা হোটেলের সামনে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতৃত্বে হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) খুলশীর পাহাড়িকা আবাসিক এলাকার বাসিন্দা মোহাম্মদ জাহিদুল হাসান (ফাহিম) বিস্ফোরক আইনে কোতয়ালী থানায় এ মামলা দায়ের করেন।

এতে তৎকালীন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল ইসলাম নওফেল, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ জ ম নাছির উদ্দীন, মহিউদ্দিন বাচ্চু, আনিসুল ইসলাম মাহমুদ, আবদুস সালাম সহ ৬০ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ১২০-১৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছাত্র-জনতার একদফা আন্দোলন চলাকালে আসামিরা দা, ছুরি, পিস্তল, রিভলবার, হকিস্টিক, ইট, পাটকেল ও বিভিন্ন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্যাতন করে।

এতে আহত হয়ে অভিযোগকারী নিউ লাইফ হসপিটালে চিকিৎসা নেন। সেখানে অপারেশন করে শরীর থেকে কয়েকটি স্প্লিন্টার ও রাবার বুলেট অপসারণ করা হয়।  

কোতয়ালী থানার ওসি মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী জানান,বাদির এজাহার পেয়ে থানায় মামলাটি গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।