ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৫, নভেম্বর ১১, ২০২৪
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ...

চট্টগ্রাম: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখার এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (৯ নভেম্বর) পাঁচলাইশ থানা এলাকা থেকে আদনান খুরশিদ দিগন্ত নামে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

 

আদনান খুরশিদ চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি হাটহাজারীর চৌধুরী হাট এলাকার শিকদারপাড়ার অধ্যাপক খুরশিদ আলমের ছেলে।

বর্তমানে তিনি নগরের মুরাদপুর এলাকায় বসবাস করেন।  

সিএমপির উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, ছাত্রলীগ নেতা আদনান খুরশিদ দিগন্তকে পাঁচলাইশ এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে ২০২৩ সালের একটি মামলা রয়েছে। আমরা এটি যাচাই-বাছাই করছি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।