ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ১ মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, নভেম্বর ৯, ২০২৪
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ১ মৃত্যু

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯ জন। এছাড়া ডেঙ্গু আক্রান্ত ৪৫ বছর বয়সী এক নারীর মৃত্যুর খবর দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

শনিবার (৯ নভেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৯ জনের মধ্যে নগরের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২৬ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ১৩ জন।

এ নিয়ে চলতি নভেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৯ জন।  
 
ডেঙ্গু আক্রান্ত হয়ে নগরের পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নামে বাসাবী আচার্য্য নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গত ৭ নভেম্বর হাসপাতালে ভর্তি হন এবং ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  

এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নভেম্বরে মারা গেছে ৭ জন।  

এর আগে গতকালও (৮ নভেম্বর) এক শিশুসহ দুই জনের মৃত্যুর খবর জানায় সিভিল সার্জন কার্যালয়।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।