ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, ১ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, নভেম্বর ৮, ২০২৪
বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, ১ জন গ্রেপ্তার ...

চট্টগ্রাম: মীরসরাইয়ে পর্যটন কেন্দ্র মহামায়া লেকে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে মো. রিয়াজ (২৫) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। সে মীরসরাই উপজেলার বাসিন্দা।

মীরসরাই থানার পরিদর্শক (তদন্ত) দীপ্তেশ রায় জানান, বৃহস্পতিবার বিকেলে বন্ধুর সঙ্গে ফেনী থেকে মহামায়া লেকে বেড়াতে গিয়েছিল ওই তরুণী। লেকের পাড়ে বসে কথা বলার সময় তিন যুবক গিয়ে তাদের উত্ত্যক্ত করে। এসময় বন্ধুকে বেঁধে রেখে তরুণীকে তারা ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়।

তিনি আরও জানান, রাতে অভিযান চালিয়ে মো. রিয়াজ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।