ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে হোটেলে খুন হন কুলছুম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, নভেম্বর ৭, ২০২৪
টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে হোটেলে খুন হন কুলছুম ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের বহদ্দারহাট এলাকায় গুলজার আবাসিক হোটেল বিবি কুলছুম (৩৭) নামে এক নারীকে গলা টিপে হত্যার ঘটনায় ফরহাদ হোসেন প্রকাশ ফরাদ হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। বৃহস্পতিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ওই যুবক।

সিআইডি চট্টগ্রামের বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ বাংলানিউজকে বলেন, চান্দগাঁও থানার বিবি কুলছুম হত্যা মামলার আসামি ফরহাদ হোসেনকে বুধবার সন্ধ্যায় নগরের খুলশী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করতে নগরের বিভিন্ন এলাকায় ও তার বাড়ি ভোলায়ও বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়েছিল।

বিবি কুলছুম টাকার বিনিময়ে স্বামী-স্ত্রী পরিচয়ে গুলজার হোটেলে ফরহাদের সঙ্গে গিয়েছিলেন।  

তিনি আরও বলেন, হোটেল কক্ষে বিবি কুলছুমের সঙ্গে ফরহাদের টাকার পরিমাণ নিয়ে বাগবিতণ্ডার হয়। সেখানে এক পর্যায়ে ফরহাদ বিবি কুলছুমকে গলা টিপে হত্যা করে। আজ (বৃহস্পতিবার) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। সেখানে বিবি কুলছুম হত্যার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ফরহাদ হোসেন।

সিআইডি সূত্র জানায়, গত ১৯ অক্টোবর নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট গুলজার হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ফরহাদ ও বিবি কুলছুম একদিনের জন্য একটি কক্ষ ভাড়া নেন। পরের দিন চেক আউট না করায় দুপুরে হোটেল কর্মচারী রুমের সামনে গিয়ে দরজা বাইর থেকে হাতল লাগানো অবস্থায় দেখতে পান। দরজা খুলে বিবি কুলছুমকে ওয়াশরুমের মেঝেতে গলায় ওড়না প্যাঁচানো ও হাত-পা বাঁধা মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় বিবি কুলছুমের বাবা মো. আব্দুল ছত্তর বাদী হয়ে অভিযুক্ত ফরহাদ হোসেনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় হত্যা মামলা করেন। ঘটনাটি জানার পর সিআইডি ছায়াতদন্ত শুরু করে। সিআইডির ক্রাইমসিন টিম ভিকটিম বিবি কুলছুমের পরিচয় শনাক্ত করে।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।