ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, অক্টোবর ৩১, ২০২৪
বোয়ালখালীতে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু  প্রতীকী ছবি

চট্টগ্রাম: বোয়ালখালীতে গাছ থেকে পড়ে মো. ফারুক (৫৬) নামের এক দিনমজুর মারা গেছেন।  

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুলাল পাড়ার নবী সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত ফারুক কুলাল পাড়ার মো. আমীর আলীর ছেলে। তার ৩ ছেলে রয়েছে।

ফারুকের বড় ছেলে মো. সাগর জানান, সকাল ১১টার দিকে ডাল কাটার জন্য নিজের বাড়ির রেইনট্রি গাছে উঠে ছিলেন ফারুক। একপর্যায়ে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।