চট্টগ্রাম: বাঁশখালীর কুতুবখালী বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, সকালে স্থানীয় লোকজন মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বেড়িবাঁধ এলাকায় সাগরে অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াঘীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৫
এমআর/পিডি/টিসি