ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ক্যাম্পাসে এসে আটক চবি ছাত্রলীগ নেতা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৫, অক্টোবর ৩১, ২০২৪
ক্যাম্পাসে এসে আটক চবি ছাত্রলীগ নেতা ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: নানান বিতর্কিত কর্মকাণ্ডে নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (৩০ অক্টোবর) রাতে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

 

ফাহিম হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়।

জানা গেছে, গত ১৫ জুলাই চবি’র শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় সরাসরি অংশগ্রহণ করে ছাত্রলীগের এই নেতা। বুধবার সন্ধ্যায় ফাহিম হোসেন রিকশাযোগে সোহরাওয়ার্দী হলের মোড়ে এলে শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে ফাহিম হামলার বিষয়টি অস্বীকার করলে সেদিনের ভিডিও ফুটেজ দেখে তাকে সনাক্ত করা হয়। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে তাকে হাটহাজারী থানায় নিয়ে যায়।

হাটহাজারী থানার ওসি হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, রাতে চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম হোসেনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় আটক করা হয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

২০২২ সালে রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে চবি শাখা ছাত্রলীগের ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ওই কমিটিতে ফাহিম হোসেন ছিলেন এক নম্বর সাংগঠনিক সম্পাদক। তিনি বগিভিত্তিক উপগ্রুপ সিক্সটি নাইনের কর্মী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে শাখার সভাপতি ইকবাল টিপু ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন চবি ছাত্রলীগের এই নেতা।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।