ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় সার ঠিকাদার শ্রমিকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, অক্টোবর ৩০, ২০২৪
আনোয়ারায় সার ঠিকাদার শ্রমিকদের মানববন্ধন

চট্টগ্রাম: আনোয়ারায় রাঙ্গাদিয়া উত্তর বন্দর ঠিকাদার শ্রমিক ইউনিয়নের নির্বাচন বন্ধ করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে  শ্রমিকরা।  

বুধবার (৩০ অক্টোবর) সকালে সিইউএফএল জেটি এলাকায় এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে ঠিকাদার শ্রমিকরা।

শ্রমিকরা জানান, দীর্ঘ ৯ বছর পর রাঙ্গাদিয়া শ্রমিক ইউনিয়নের নির্বাচনের জন্য নভেম্বরের তিন তারিখ সময় নির্ধারণ করে দেয় শ্রম অধিদপ্তর। নির্বচনকে ঘিরে শ্রমিকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

কিন্তু এ নির্বাচন বন্ধ করতে একটি চক্র নানা ষড়যন্ত্র শুরু করেছে।  

৩ নভেম্বর রাঙ্গাদিয়া উত্তর বন্দর ঠিকাদার শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১১টি পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যেই নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম।

উত্তর বন্দর ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, দীর্ঘ ৯ বছর পর রাঙ্গাদিয়া উত্তর বন্দর ঠিকাদার শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি মহল এ নির্বাচন বন্ধের পাঁয়তারা করছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।