ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৬, অক্টোবর ২৯, ২০২৪
কর্ণফুলীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার  ...

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সোহেল আরমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

গ্রেপ্তার মো. সোহেল আরমান কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর আজিমপাড়ার আব্দুল মোনাফ এর ছেলে।

 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, সরকার পতনের পর বিভিন্ন দল ও নিষিদ্ধ সংগঠনের পক্ষে নানা তৎপরতা শুরু করায় বিশেষ অভিযান চলছে। এতে সোহেল গ্রেপ্তার হয়েছেন।

এর আগেও সোহেলের বিরুদ্ধে থানায় মারামারিসহ বিভিন্ন মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।