ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

খুলনা থেকে গ্রেপ্তার চসিকের সাবেক কাউন্সিলর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৭, অক্টোবর ২৮, ২০২৪
খুলনা থেকে গ্রেপ্তার চসিকের সাবেক কাউন্সিলর ...

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজমুল হককে ডিউককে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে।  

রোববার (২৭ অক্টোবর) খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৮ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে খুলনা থেকে নগরের ডবলমুরিং থানায় আনা হয়েছে বলে বাংলানিউজকে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।  

তিনি বলেন, নাজমুল হক ডিউককের বিরুদ্ধে নগরের ডবলমুরিং থানার তিনটি ও নগরের কোতোয়ালী থানায় তিনটিসহ এখন পর্যন্ত ছয়টি মামলার তথ্য রয়েছে।

রোববার গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি ডবলমুরিং মডেল থানার রিকুইজিশনের মাধ্যমে খুলনা মেট্টোপলিটন পুলিশ তাকে গ্রেপ্তার করেন। খুলনা থেকে ডিউককে চট্টগ্রামে আনার জন্য ডবলমুরিং থানা পুলিশের একটি টিম গিয়েছিলেন। তারা সোমবার রাত পৌনে আটটার দিকে নগরের ডবলমুরিং থানায় পৌঁছান।

পুলিশ জানা যায়, বড় সন্তানের ওরিয়েন্টেশন ক্লাসের জন্য খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছিলেন নাজমুল হক। খবর পেয়ে তাঁকে সেখান থেকে দুপুরে গ্রেপ্তার করে খানজাহান আলী থানা পুলিশ। পরে তাকে সিএমপির পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার ঘটনায় নগরের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।