ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চবি ছাত্রীর মৃত্যুতে শিবির-ছাত্রদলের শোক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৪, অক্টোবর ২৬, ২০২৪
চবি ছাত্রীর মৃত্যুতে শিবির-ছাত্রদলের শোক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: শ্বাসকষ্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিসংখ্যান বিভাগের ছাত্রী নাঈমা নির্মার মৃত্যুতে শোক জানিয়েছে চবি শাখা ছাত্রশিবির ও ছাত্রদল।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে ইসলামী ছাত্রশিবির এবং শনিবার (২৬ অক্টোবর) জাতীয়তাবাদী ছাত্রদল এ শোক জানায়।

 

শিবিরের বিবৃতিতে স্বাক্ষর করেন প্রচার সম্পাদক সাঈদ বিন হাবিব এবং ছাত্রদলের বিবৃতিতে স্বাক্ষর করেন সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

চবি শাখা শিবিরের সভাপতি নাহিদুল ইসলাম ও সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম যৌথ এ বিবৃতিতে নিহতের রুহের মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিবৃতিতে ছাত্রশিবিরের নেতারা দাবি করেন, নাঈমা নির্মা অসুস্থ হলে তাকে চবি মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হলেও সেখানে যথাযথ চিকিৎসা সেবা পায়নি সে। বর্তমান সময়ে এসে চিকিৎসা ব্যবস্থার এমন বেহাল দশা অত্যন্ত লজ্জাজনক। ২৪-এর বিপ্লবের পর ছাত্রশিবির চবি প্রশাসনের কাছে মেডিক্যাল সেন্টারে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতকরণের দাবি জানিয়েছিল। দুঃখজনক হলেও সত্য যে, এর বাস্তবায়নে যথাযথ কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

এদিকে চবি ছাত্রদল বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে চবি মেডিক্যাল সেন্টারের আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

এর আগে শুক্রবার (২৫ অক্টোবর) শ্বাসকষ্ট দেখা দিলে জ্ঞান হারান চবির পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ সেশনে ছাত্রী নাঈমা নির্মা। পরে প্রথমে চবি মেডিক্যাল এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। চমেক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিক্ষার্থীরা চবি মেডিক্যালের চিকিৎসকের গাফলতির অভিযোগ করেছেন। তাদের দাবি, চবি মেডিক্যাল থেকে নাঈমাকে যথাসময়ে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করা হয়নি।

শনিবার সকালে চবি ক্যাম্পাসে জানাজা শেষে নাঈমার মরদেহ গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদীতে পাঠানো হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক ব্যবস্থাপনায় দাফন করা হবে তাকে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এমএ/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।