ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্স টিমের অভিযান, জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৩, অক্টোবর ২৫, ২০২৪
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্স টিমের অভিযান, জরিমানা  ...

চট্টগ্রাম: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে সাতকানিয়া উপজেলা টাস্কফোর্স টিম। অভিযানে পাঁচ দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে ঠাকুরদীঘি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বাংলানিউজকে বলেন, অভিযানে মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, লাইসেন্স না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয়, ক্রয় রশিদ সংরক্ষণ না করা ও দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার বিষয়ে তদারকি করা হয়।

এ সময় বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় হোটেল আল-মক্কা’র মালিককে এক হাজার টাকা, মধুবনকে ৩ হাজার টাকা, আবদুচ ছমদ স্টোরকে ১ হাজার টাকা, ঈমাদ মেডিকোকে ৩ হাজার টাকা, নিশান মেডিকোকে এক হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর, ছাত্র প্রতিনিধি, সাতকানিয়া থানার পুলিশ সদস্যরা এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।