ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঢাকায় সিপিডিএল’র নতুন প্রকল্পের উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৬, অক্টোবর ১৯, ২০২৪
ঢাকায় সিপিডিএল’র নতুন প্রকল্পের উদ্বোধন

চট্টগ্রাম: রাজধানীর উত্তরায় ৭ নম্বর সেক্টরে সিপিডিএল’র নতুন প্রকল্প ‘হুসনা প্যালাডিয়াম’ প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়েছে।  

শুক্রবার (১৮ অক্টোবর) এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির নির্মাণকাজের উদ্বোধন হয়।

এ আয়োজনে উপস্থিত ছিলেন ভূমি মালিক ডা. সোহেল আহমেদ ও আসিফ আহমেদের পরিবার  এবং প্রকল্পটির স্থপতি রুহান ইসলাম ঝিনু।  

এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিপিডিএল পরিবারের সদস্যরা।

 

এসময় সিপিডিএল’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন এই প্রকল্পের নির্মাণশৈলি, সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট প্রপার্টি হিসেবে এবং আবাসন শিল্পে একটি অনন্য প্রকল্প হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।  

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।