ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নির্যাতন থেকে রক্ষা পেলো না অন্তঃসত্ত্বা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, অক্টোবর ১৬, ২০২৪
নির্যাতন থেকে রক্ষা পেলো না অন্তঃসত্ত্বা ...

চট্টগ্রাম: পূর্বশত্রুতার জেরে একই পরিবারের দুই সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহতদের মধ্যে এক অন্তঃসত্ত্বাও রয়েছেন।

তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।  

বুধবার (১৬ অক্টোবর) ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন ডাক্তাররা।

আহতরা হলেন- প্রবাসী মোহাম্মদ সোনা মিয়া ও বুলবুল আখতার।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত ডা. কাউছার বাংলানিউজকে বলেন, আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।  

আহত প্রবাসী সোনা মিয়া বাংলানিউজকে বলেন, গফুর মেম্বার ও তার ভাই আব্বাসের নেতৃত্বে আমার পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। হামলায় আমার ভাইয়ের সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। ডাক্তারের পরামর্শে তাকে চমেক হাসপাতাল থেকে আমরা ঢাকা পাঠানোর ব্যবস্থা করছি।

এর আগে রোববার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে মহেশখালীর কুতুবজোম বুজুরুক পাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে আহতদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।