ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

থ্যালাসেমিয়ায় আক্রান্ত ভাই-বোনের জন্য সাহায্যের আবেদন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, সেপ্টেম্বর ২৫, ২০২৪
থ্যালাসেমিয়ায় আক্রান্ত ভাই-বোনের জন্য সাহায্যের আবেদন

চট্টগ্রাম: দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত  মীরসরাইয়ের  ইছাখালী ইউনিয়নের চরশরত গ্রামের অমল বড়ুয়া ও রনি বালা বড়ুয়া দম্পতির দুই সন্তান চৈতী বালা বড়ুয়া ও সুশান্ত বড়ুয়া।  

বর্তমানে তারা চট্টগ্রাম মা ও শিশু  জেনারেল হাসপাতালে ডা. ইন্দিরা চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

ওষুধের পাশাপাশি তাদের প্রতি মাসে রক্তের প্রয়োজন হয়। এর জন্য প্রতি মাসে দুই সন্তানের চিকিৎসায় খরচ হচ্ছে ৫০ হাজার টাকার বেশি।
এই খরচ মেটানো দিনমজুর বাবা ও গৃহিণী মায়ের পক্ষে এখন অসম্ভব হয়ে পড়েছে।

এ অবস্থায় দুই সন্তানের চিকিৎসা অব্যাহত রাখতে নিরুপায় হয়ে দেশের হৃদয়বানের কাছে সাহায্যের আবেদন করেছেন এ দম্পতি।  

যোগাযোগ ও সাহায্যে পাঠানোর বিকাশ নাম্বার: ০১৭৮৭-৮৬২৩৮৩, ০১৮৮২- ৮১২৯৩১

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।