ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাপের কামড়ে প্রাণ গেল শিক্ষিকার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৮, সেপ্টেম্বর ৪, ২০২৫
সাপের কামড়ে প্রাণ গেল শিক্ষিকার  ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডে সাপের কামড়ে গোপা ঘোষ (৪৫) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

তিনি সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের পিন্টু কুমার ঘোষের স্ত্রী এবং ওই এলাকার একটি মন্দিরভিত্তিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য সজল কুমার শীল জানান, বুধবার রাত সাড়ে ৭টার দিকে বসতঘর লাগোয়া শৌচাগারের দরজা বন্ধ করতে গেলে তাকে সাপ কামড় দেয়।

পরিবারের লোকজন তাকে দেরিতে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মো.আলতাফ হোসেন বলেন, সাপে কাটা রোগীকে স্বজনরা দীর্ঘ সময় পর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছিলেন। তার অবস্থা সংকটাপন্ন ছিল।  

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।