ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কা, প্রাণ গেল যুবকের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, সেপ্টেম্বর ২৩, ২০২৪
মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কা, প্রাণ গেল যুবকের ...

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কায় আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার শেখ পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 
    
নিহত আনোয়ার হোসেন উপজেলার ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মো. ইসহাকের ছেলে।  

কুমিরা হাইওয়ে পুলিশের এসআই আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতির কাভার্ডভ্যান একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে আনোয়ার হোসাইন ঘটনাস্থলেই নিহত হন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। কাভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪, 
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।