চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুছ বলেছেন, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক উন্নয়নে ডা. এ কে এম ফজলুল হক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মেট্রোপলিটন হাসপাতাল ও চট্টগ্রাম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতো সফল প্রতিষ্ঠান গড়ে তুলে তিনি মানুষের কল্যাণে অনন্য ভূমিকা রেখে চলেছেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় বাকলিয়া ১৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী সেন্টার কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৯ নম্বর ওয়ার্ড আমীর শেখ আহমদের সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারি সুলতান মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, নায়েবে আমীর আবুল মনসুর প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে ডা. এ কে এম ফজলুল হক বলেন, চট্টগ্রামের মানুষ যেন প্রকৃতভাবে উপকৃত হয়, সে লক্ষ্যে আমি নিজেকে সবসময় নিয়োজিত রাখব। সংকট ও দুর্যোগে আমি চট্টগ্রামবাসীর পাশে থাকব এবং জাতির প্রতি সৎ থেকে আমার দায়িত্ব পালন করব।
বিই/টিসি