ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঘুষ নেওয়ার অভিযোগে চসিক হিসাবরক্ষককে নোটিশ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪১, সেপ্টেম্বর ৯, ২০২৪
ঘুষ নেওয়ার অভিযোগে চসিক হিসাবরক্ষককে নোটিশ 

চট্টগ্রাম: ঘুষ নেওয়ার অভিযোগের তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় চসিকের হিসাবরক্ষক মাসুদুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মোকদ্দমা জারি করা হয়েছে।  

সোমবার (৯ সেপ্টেম্বর) চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম জানান, হিসাব বিভাগের হিসাবরক্ষক মাসুদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়ায় মাসুদুল ইসলাম এর বিরুদ্ধে বিভাগীয় মোকদ্দমা জারি করা হয়েছে৷ 

মাসুদুল ইসলামকে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪৯ দফা (খ) অনুসারে গুরুতর অপরাধে অভিযুক্ত করা হয়েছে এবং কেন তাকে উক্ত বিধি মোতাবেক উপযুক্ত শাস্তি দেওয়া হবে না তা নোটিশ প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।