ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত ৯

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩০, আগস্ট ৩০, ২০২৪
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত ৯ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: ফেনীতে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ৯ স্বেচ্ছাসেবক আহত হয়েছেন। তারা হলেন মালেক মিয়া (২৩), রিফাত হোসেন (২১), মো. লিয়াকত (২৬), মঈন উদ্দিন (৩০), দেলোয়ার হোসেন (২০), সোহেল সিকদার (২৫), নিজাম উদ্দিন (২৫), তাকরিন আহমেদ (২৭) ও ইয়াকুব আলী (২৭)।

তারা সাতকানিয়া থেকে ত্রাণ বিতরণ করতে গিয়েছিলেন।  

শুক্রবার (৩০ আগস্ট) সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া আরআর টেক্সটাইল মিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, ফেনীতে ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে পিকআপ করে স্বেচ্ছাসেবকরা ফিরছিলেন। পিকআপটি সীতাকুণ্ডে আরআর টেক্সটাইল মিল এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খায়। গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।  

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।