ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সিভাসুতে শিক্ষা কার্যক্রম শুরু, রাজনীতি নিষিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৮, আগস্ট ১৮, ২০২৪
সিভাসুতে শিক্ষা কার্যক্রম শুরু, রাজনীতি নিষিদ্ধ

চট্টগ্রাম: শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রোববার (১৮ আগস্ট) থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিভাসুর সিনিয়র উপপরিচালক (জনসংযোগ ও প্রকাশনা দপ্তর) খলিলুর রহমান।  

এর আগে গত ৮ আগস্ট বৃহস্পতিবার এক অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম স্বাক্ষরিত উক্ত অফিস আদেশে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দাবির প্রেক্ষিতে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ততা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
 
বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।