ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে বজ্রপাতে প্রাণ গেল নারীর 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৭, জুন ৮, ২০২৪
বাঁশখালীতে বজ্রপাতে প্রাণ গেল নারীর  ...

চট্টগ্রাম: বাঁশখালীতে বজ্রপাতে পারভিন আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলী চাঁন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পারভিন আক্তার ওই এলাকার আকবর হোসেনের স্ত্রী। তার ১২ বছর বয়সী ছেলে এবং ৩ কন্যা রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন বলেন, ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকার কিস্তি পরিশোধের জন্য  যাওয়ার পথে বজ্রপাতে তার মুখ ঝলসে যায়। এসময় কোলে থাকা কন্যার মাথার চুল পুড়ে গেলেও সে অলৌকিকভাবে বেঁচে যায়।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ০৮, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।