ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, আহত ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, এপ্রিল ১৫, ২০২৪
চন্দনাইশে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, আহত ১ ...

চট্টগ্রাম: চন্দনাইশের বরমা ইউনিয়নে বন‍্যহাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

সোমবার (১৫ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার ৫ নম্বর ওয়ার্ড মধ্যম বাইনজুরি এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত জাকির হোসেন (৬৫) ওই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

আহত সালাহ উদ্দীনকে (৩৫) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

জানা যায়, জাকির হোসেন ক্ষেতে কাজ করার সময় হঠাৎ দুটি বন্যহাতি তাকে পায়ে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বন্যহাতির দল একই এলাকার সালাউদ্দিনকে দোকানে রুটি কিনতে যাওয়ার সময় আক্রমণ করে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান বরমা ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম টিটু।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম নিহত জাকির হোসেনের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে ২০ হাজার টাকা ও আহতের পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেন।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।