চট্টগ্রাম: ফটিকছড়িতে অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় সাতজনকে আসামি করা হয়েছে।
ফটিকছড়ি থানা সূত্রে জানা গেছে, অস্ত্র আইনে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে দুইজনকে। তারা হলেন- ইকবাল হোসেন প্রকাশ শাকিল ও তার মা রহিমা বেগম।
এছাড়া বাংলাদেশ পেনাল কোডের ২৪ ধারায় সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে দায়ের করা আরেকটি মামলায় আসামি করা হয়েছে পাঁচজনকে। এ মামলার আসামিদের মধ্যে শাকিল ও তার মা রহিমা বেগম ছাড়াও রয়েছেন মো. আক্কাস, মহিউদ্দিন ও মো. হাবিব।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, উদ্ধার হওয়া অস্ত্রটি যুক্তরাষ্ট্রে তৈরি একটি নাইন এমএম পিস্তল। এই অস্ত্রের উৎস কোথায়, কার কাছে ছিল এবং কী উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার পরিকল্পনা ছিল তা তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এসি/টিসি