ঢাকা, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে ওয়ান শুটারসহ যুবলীগ নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, আগস্ট ৩০, ২০২৫
চন্দনাইশে ওয়ান শুটারসহ যুবলীগ নেতা আটক ...

চট্টগ্রাম: চন্দনাইশে একটি ওয়ান শুটার রাইফেলসহ যুবলীগ নেতাকে আটক করেছে সেনাবাহিনী। তার নাম মো. মিজান (৩০)।

 

শুক্রবার (২৯ আগস্ট) রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া থেকে তাকে আটক করা হয়।

চন্দনাইশ সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, যুবলীগ নেতা মো. মিজানের কাছে অস্ত্র থাকার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি করা হয়।

২০ দিন নজরদারির পর অস্ত্র উদ্ধারে চন্দনাইশ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইবতিসুম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে শুক্রবার রাতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চন্দনাইশ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে যুবলীগ নেতা মো. মিজানকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মতে একটি ওয়ান শুটার রাইফেল উদ্ধার করা হয়।

জানা গেছে, তার বিরুদ্ধে চন্দনাইশ থানায় দুটি মামলা রয়েছে। তার দেশত্যাগের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। আটক মিজানকে চন্দনাইশ থানায় সোপর্দ করা হয়েছে।
 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।