ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রাইফেল ক্লাব ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৬, মার্চ ১৬, ২০২৪
রাইফেল ক্লাব ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

চট্টগ্রাম: নগরীর নন্দনকান এলাকায় রাইফেল ক্লাব ভবনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটিতে একটি ব্যাংকের শাখা সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রীর দোকান রয়েছে।

 

সন্ধ্যা সাতটায় আগুন লাগলেও এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। তিনি বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে আগ্রাবাদ, নন্দনকানন সহ আশেপাশের ফায়ার স্টেশনের ৬টি ইউনিট কাজ করছে। অধিক পরিমাণ ধোঁয়া থাকায় আগুন নিভাতে বেগ পেতে হচ্ছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিভাবে আগুন লাগলো তা এখনও জানতে পারিনি।  

 বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।