ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, মার্চ ৫, ২০২৪
মীরসরাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু  ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: মীরসরাইয়ে পুকুরে ডুবে শিহাব মাহমুদ নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৫নং ওচমানপুর ইউনিয়নের মরগাং এলাকার এই ঘটনা ঘটে।

 

শিশু শিহাব ওই এলাকার গিনাজী ভূঞা বাড়ির সিরাজুল ইসলাম মিঠুর ছেলে।

জানা যায়, মঙ্গলবার সকালে শিশু শিহাবের মা সকালে ঘরের কাজে ব্যস্ত ছিলেন।

শিহাব তখন বাইরে খেলা করছিল। পরে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির শুরু করে। পরে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জল হোসেন ভূইয়া বলেন, শিহাব নামে একটি শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।